আপার মিডওয়েস্ট


পোস্টটি লিখেছেন আমারস্পট টিম

বুনো পশ্চিম থেকে মিশিগানের অবস্থান অনেক দূর মনে হলেও একসময় আমেরিকার বৃহত্তম তামার খনি হিসেবে অঞ্চলটি বিখ্যাত ছিল। মিশিগানের উত্তর কিউইনার (Keweenar) পেনিসুলায় কমপক্ষে ৪০০ কপার মাইনিং কোম্পানি একযোগে কাজ করছে। পশ্চিমের শহরগুলোর মতো এখানেও তামার খনির কারণে রাতারাতি বেশ কিছু শহর গজিয়ে উঠে ছিল। আবার খনি নিঃশেষ করে মাইনাররা চলে যাওয়ার পরে শহরগুলো পরিত্যক্ত হয়। এর মধ্যে একটি আছে ডেলাওয়ের কপার ঘোস্ট মাইন। শোনা যায়, সেখানে এখন খুঁজলে নাকি তামা পাওয়া যাবে। দর্শনার্থীরা পরিত্যক্ত কুইন্সি মাইন শ্যাপটেও যায়। ১৯৩০ সালে খনিটি বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই খনি থেকে ২ বিলিয়ন পাউন্ড তামা উঠানো হয়েছে।

বর্তমানে আমেরিকায় ঝকঝকে চকচকে শহর থাকলেও এখানে এখনও লুকিয়ে আছে প্রাচীন কিছু শহর। শহরগুলি প্রাচীন ও লোক শুণ্য হওয়ায় এগুলি এখন ভুতের শহর হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানের আলোকোজ্জ্বল শহরগুলোর জন্য আমেরিকানরা যেমন গর্ব করতে পারে তেমনি তারা গর্ব করতে পারে এই প্রাচীন ও ঐতিহাসিক শহরগুলোর জন্যেও। কারণ, এগুলো মানব সভ্যতার এক নিদর্শন।

এখানে আপনার মন্তব্য রেখে যান