ঝুঁকিপূর্ণ অবকাশ


অবকাশ যাপনের জন্য বনভোজন বা হাইকিংয়ে যাওয়াটাই সবচেয়ে জনপ্রিয়। তবে অ্যাড্রেনালিন ক্ষরণের জন্য রয়েছে আরও বহু উপায়। অবকাশ যাপনের জন্য অনেকে বিভিন্ন খেলায় মত্ত হয়ে উঠেন। কেউ কেউ চলে যান গভীর সমুদ্রে একাকী একান্তে সময় কাটাতে। কেউ খালি হাতেই উঁচু পাহাড়ে চড়তে শুরু করেন। প্যারাড্রাইভিং করেন অনেকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর অবকাশের কথা উঠলেই খালি হাতে একা একা উঁচু পাহাড়ে চড়াকেই বাছাই করেন সবার আগে। খালি হাতে পাহাড়ে চড়ার পাগলামি যেন প্রাণ হাতে নিয়ে অ্যাড্রেনালিন ক্ষরণের প্রচেষ্টা। এভাবে পাহাড়ে চড়ার জন্য অনেকে ছুটে যান দূরদূরান্তে নির্জনে কোনো পাহাড়ে। সেখান থেকে একাই নিজের জন্য কিছু নিরাপত্তা সামগ্রীর ওপর ভরসা করেই পাহাড়ে চড়তে শুরু করেন। এভাবে চড়ার সময় পাহাড়ের বিভিন্ন ফাটল আঁকড়ে উপরের দিকে উঠতে শুরু করেন। হাত ঘেমে গেলে সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে হয়। এ ছাড়া অনেক সময় ফাটল চিনতে ভুল হলে ফাঁপা ‘পাথরের চাই’ খুলে আসতে পারে। সেক্ষেত্রে নির্ঘাত মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভয়ঙ্কর অবকাশের তালিকায় খালি হাতে পাহাড়ে চড়াকেই ধরা হয়। অনেকেই মৃত্যু আশঙ্কা বাড়াতে কোনো ধরনের সেফটি রোপ বা নিরাপত্তার জন্য দড়ি দিয়ে শরীর আটকে নেন না, সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান